দগ্ধপথ (বাংলা কবিতা) ~ আশীষ কুন্ডু

 দগ্ধপথ 

~ আশীষ কুন্ডু 

dagdhapoth-notun-bangla-kobita-asish-kundu

পৃথিবী এখন দগ্ধভূম, 

পায়রা ওড়ায় মুখোশধারী 

অসুর এখন অশ্বমেধের ঘোড়া ,

নেশায় টলে মারণ পরমাণু 

চেনাগলির শেষপ্রান্তে আঁধি 

সম্পন্নের অচেনা ভাঙা বাড়ী

পায়ের তলায় মাটি সরে,নড়ে

অগ্নিবমন প্রশস্ত আকাশের

ধ্বংস করার আসুরিক আনন্দে 

অবাক চোখে গাছেদের বিবর্তনে 

ঝাপসা প্রহর গুনছে মহাকাল 

নিঃস্ব মানব,রাত পেরোনো পরিযায়ী 

পৃথিবী এখন শোণিতপ্রেমী ঈশ্বর ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন