আনুভূমিক ~ ডঃ অরুণ চক্রবর্তী | Anubhumik - Dr. Arun Chakraborty

……………আনুভূমিক………..

      ডঃ অরুণ চক্রবর্তী

তোমাতেই হই আনুভূমিক, 
অস্তিত্বে যদিও দশমিক!
ভাজ্য বিভাজ্যের মাঝে,
যদি পূরণ না হয় শর্ত, 
বিজ্ঞানী হন বিরক্ত! 
বিজ্ঞান আদালতের; মতো,
চায় প্রমাণ, নির্ভূল বিশারদ, 
পিথাগরাস্ বা ইউক্লিড,
রেখার ভুজে, অতিভূজে,
সব জোড়া যায়! এমনকি! 
ইহলোক ও পরলোক, 
এমনই শক্তিশালী প্রতিপাদ্য,
দ্য গ্যালাকটিকে, 
লেখক, সবিশেষে; লেখেন,
প্যারালাল্স্ আর ইটার্নাল! 
অ্যাংগেলস আর ইন্টারসেকশনাল,
বাট ফেনমেনাল! 
টু রিচ আউট টু গড… 
অফ ওমনিপোটেনস্! 
ভেবে দেখুন কতো বড় কথা! 
লা-কারতে, অনেক এগিয়েছিলেন, 
ঈশ্বর জিজ্ঞাসার কারুকার্য্যে! 
আইনস্টাইন পেলেন দায়িত্ব, 
ব্রেন স্টর্ম, ফলে, বেরুল,
থিওরী অফ জেনারেল রিলেটিভিটি, 
বুঝলো মানুষ, সময় ও স্থানের,
অপূর্ব মাহাত্ম্য!
ত্রেতা যুগে, রাবণ করলেন নির্মাণ, 
স্বগের সিঁড়ি! আরো অনেক বড়;
আশ্চর্য্য! কি ছিলো তা!? তা হলো,
কোল্যাপ্সিবিলিটি অফ টাইম, 
অর্থাৎ অসীম, নিঃসীম, মহাকাশকে;
ধরা হয় একটি কাগজের পাতা,
আর তাকে, মুড়ে ফেলা হয়! 
আরো মুড়ে, ফেলা হয়, 
অস্তিত্ব বহনকারী, গতিকে ঢুকিয়ে, 
দেওয়া হয় ঐ দিকহীন স্থান ছেদ করে, 
পরে ঐ গতি সর্বত্রগামী হয়ে, 
অনুপলেরও ভগ্নাংশে, তবে ধরা পড়ে, 
আপাত অসাধ্য; অনন্ত! 
আমরা সে অতিভেদ্য গতি তে আরোহনে, 
চির অভেদ্য কেও করতে পারি জয়! 
তবে, জটিল মহাজাগতিক
হেঁয়ালীকে, গণিত নির্ভর প্রযুক্তি কে,
করতে হয় আয়ত্ত!
একই সঙ্গে সর্বএ উপস্থিত, 
একই শরীর, একই বিশ্বে,
 বা ভিন্ন বিশ্বে পরিলক্ষিত নিরবধি! 
কারণ, ছড়িয়েছে অস্তিত্ব একইভাবে, 
ভাজ্য বিভাজ্যের ভগ্নাংশ বা দশমিকে,   
স্বত্বগুণ বিভাজনে সর্ব ভ্রামকে, 
সহঅবতরণে! 
ঈশ্বর দিয়েছেন তাঁর সৃষ্ট,
শ্রেষ্ঠ জীব, ধারনায় দৃষ্ট;
হে মানব, পাবে কভু অমরত্ব!!

(REGISTERED UNDER COPYRIGHT ACT)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন