পরমাণুর পরিণাম - ডঃ অরুণ চক্রবর্তী | Pormanur porinaam - Dr. Arun Chakraborty

 পরমাণুর পরিণাম

(কাহিনী কবিতা)

 - ডঃ অরুণ চক্রবর্তী

২০২৫…. পাকিস্তান করবে আক্রমণ, 

২০২৫…..ভারত দেখাবে পরাক্রম।

প্রথম, দ্বিতীয়, তৃতীয়….. দিন…..হবে তুমুল লড়াই! ভারত করবে শুধুই বড়াই, হবে ঘায়েল পাকিস্তান, বেরুতে বাকি তার প্রাণ! চতুর্থ দিনে,

মূমুর্ষু পাকিস্তান, মারবে ভারতীয় সাঁজোয়া ট্যাঙ্ক্, অণু শস্ত্রে ৫ কিলোটন, পরমাণু বোমা! মূহুর্তে বাস্প হয়ে গেল ভারতের ভারী, অতিভারী T-72,T-90 ব্যাটেল ট্যাঙ্ক্, সংখ্যায় প্রায় ৩০০ সঙ্গে হাজার সেনা, অন্য তোপ, লক্ষ্য, কোটির সাজোঁয়া বাহন। ভারত অবাক! বিশ্ব নির্বাক! প্রমাদগোনেন,

পন্ডিতেরা! অপরাহ্নের সুর্য ওঠাতে, জাগলো ভারত ভারতী; মাঝ আকাশে উড়ে গেল পৃথ্বী। পেশাওয়ার, রাওয়ালপিন্ডী, ইসলামাবাদ, ভাওয়ালপুর, মুলতান, সারগোধা, করাচি ….নির্ভুল লক্ষে, ১০০ কিলোটনের ৭ টি পরমাণু বোমা… শুধু ধ্বংস, মহা ধ্বংস, ৩ কোটি মানুষের জ্বলা, গলা, শরীর, ছিন্নভিন্ন জাতিসত্তা! কেউ নেই চারিপাশ, জড়িয়েছে ভারতের পরমাণু নাগপাশ! দুষ্ট পাকিস্তানের বুকে! কিছুপর্, ১০০ কিলোটন এলো ধেয়ে, মেটাতে ভারত, পর পর উড়ে গেলো 

১০ টি ভারতের শহর! মূহুর্তে বাস্প ও মারণ কার্বন ধোঁয়ায় ঢাকলো কিছুটা ভারত! এখানেও মূহুর্তে  জ্বলে গলে খাক্ হলো ৪৪ লক্ষ অসহায় মানব, মানবী…এাহী এাহী মধুসূদন…. রক্ষা কর পিণাকপাণী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর! উওর গেলো এখান থেকেও…এবার লক্ষ্য মুলতান, মুরি, শিয়ালকোট, ফয়শলাবাদ…নিশ্চিহ্ন হলো পাকিস্তান; আজ! আবার ভারত করলো শেষ আঘাত! পাকিস্তানী বিমান, নৌ ও সৈন্য বাহিনীর ঘাঁটির পর ঘাঁটি, পরমাণু চুল্লির অবিরাম নারকীয় শব্দে ফেটে যাওয়া, বাস্পিভূত হওয়া; ১৫০০ডিগ্রি তাপে ও চাপে!!

সংলগ্ন এলাকায় আরো ১.৫০ কোটি লোকের পল অনুপলে ছাই হয়ে যাওয়া! চারিদিকে কালো কার্বনের ধোঁয়া, ছাই! এ্যাসিড বৃষ্টির পরিণাম!

সকাল থেকেই উলংগ মানুষের নরকে ভরে গেলো পাকিস্তান, বুক চাপড়ায় লক্ষ কোটি মানুষের ঢলে কে কাকে খোঁজে, হায়! নামটা উল্টে গেলো নতুন নাম! পাক উঠে গিয়ে শুধু কবরস্তান! যুদ্ধ সমাপ্ত! নিজেকে নিজের কর্মফলের দাম দিয়ে মুছে গেলো পাকিস্তান! 

এদিকে ভারতের গায়ে দগদগে ঘা! লক্ষ্য লক্ষ্য মানুষের চিহ্ন নেই, মাটিতে মিশেছে, অর্ধেক দিল্লী, লক্ষ্মউ শেষ, আগ্রা গলে জল, নেই দাঁড়িয়ে তাজমহল! শেষ ভারতের, ইতিহাসের গর্ব ! কলকাতা এক হাঁটু ছাইয়ের গাদা! ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, হায়! হায়! আর কিছু নাই! পরমাণুর বিষবাস্প নিয়েছে ছিনিয়ে ভারতের সুপার পাওয়ার গৌরব তকমা! গৌহাটি গেড়েছে হাঁটু, দাঁড়াতে আর এখন পারবেনা! এই ভারতীয় উপমহাদেশের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি কমে এসেছে। কালো কার্বন ধোঁয়ায় শ্বাসকষ্ট ও দেহের চামড়ার সিরোসিসে মরছে লক্ষ্য কোটি ভগবানের জীবেরা! সূর্যের তাপ ও রশ্মির অভিঘাত কমেছে বহুগুণ! ভারতের ৩০ শতাংশ জমি উর্বরতা হারিয়েছে! পশ্চিমী দেশগুলোর দয়ার দান এসে পৌঁছচ্ছে একে একে। বেঁচে গেছে শুধু ভারতীয় আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ! 

ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর আশ্রয়, আজ পোর্ট ব্লেয়ার্, লেফটান্যানট গভর্নরের বাংলোয়! চাল, গম, তেল, চিনি, হাজার হাজার টন, অতিকায় পণ্যবাহী জাহাজ এসে ভিড়ছে টুটিকোরিন ও পোর্ট অফ কোচিনে! সারা ভারত ধ্বংস ভূমি, বেঁচে গেছে শুধু আয়তনে! আবার কবে হবে উন্নত ভারত! জাত্যাভিমানে!

৭ দিন পরে বিশ্ব এাণ বাহিনী দুটি দেশেই পৌঁছলো। অবিশ্বাস্য ধ্বংস লীলা…. কোথায় ঝলমলে ভারতবর্ষ, কোথায় তার জাঁকজমক! নিঃশব্দ আর বিলাপ! শুধু নিজেকে দেয় বল, ভরসা আর ফিনিক্স পাখীর উঠে দাঁড়ানোর স্বপ্ন….দেখে দিনভোর!

লেগেছে গৃহযুদ্ধ ঘোর, আফগান-ইরান সেনা ঘাঁটি গেড়েছে, ভাগবাঁটোয়ারা করবে বলে! পাকিস্তানের মৃতদেহ কে করবে সৎকার! কোন ঘরবাড়ী মাথা তুলে দাঁড়িয়ে নেই! একি! এশিয়াতে সাহারা! মোল্লাতন্ত্র; এই পরিণতিই দেয়!

কবরস্তান সত্যিই কবরস্তান, শুধু যেদিকে দুচোখ যায় দিগন্ত বিস্তৃত খাক্ হয়ে যাওয়া মরুভূমির শূন্যতা!

নেই কবরস্থানের নেওয়ার কিছু আর দেওয়ারও কিছু, শুধু উলংগ রিক্ততা আর হা হুতাসে ভরা নিঃস্বতা!


(REGISTERED UNDER COPYRIGHT ACT)

"লেখকের ভবিষ্যদ্বাণী, নয় তো মর্মবাণী, বলতে পারেন কিছুটা আকাশবাণী। কিন্তু, ২০২৫ এ যে পরমাণু যুদ্ধ হতে চলেছে, তাতে লেখক দেখিয়েছেন এক নিরপেক্ষ অবস্থান থেকে, পাকিস্তানের ভাগ্যে কি হতে চলেছে, ভারতের ভাগ্যেই বা কি। এ আপ্ত বাক্য নয়, এ এক বেদবাক্য মনে হয়। এই সাতদিনের যুদ্ধে তিনদিন প্রথাগত যুদ্ধ হবে(conventional war)। চতুর্থ থেকে সপ্তম দিন, পরমাণু যুদ্ধ হবে। ক্ষয় ক্ষতি নিদারুণ!! পাকিস্তান মানচিত্র থেকে মুছে যাবে, তবে মুছে যাওয়ার আগে ভারতের মুখে রক্ত উঠিয়ে দিয়ে যাবে। জনজীবন হানী, ভারত এবং পাকিস্তান মিলিয়ে মোটামুটি সাড়ে বারো কোটি।"

7 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন