স্বেচ্ছাচারী - ডঃ অরুণ চক্রবর্তী | swechhachari - by Dr. Arun Chakraborty

স্বেচ্ছাচারী

 - ডঃ অরুণ চক্রবর্তী


সময় এগিয়ে চলে, ঘড়ির কাঁটা, টিক্ টিক্, দিন, রাত্রি, মাস, বছর, চলে যায়, শরীরে, জ্বরার ঘুনপোকা ধরিয়ে…!!
অনেক কিছু করে মানুষ, ঠিক বেঠিক!
হৃদয়! মন ও বুদ্ধি, করেনা যাচাই! 
মনে হল তাই! আপ্ত সুখের আনন্দে; 
খুশির প্লাবনের, চিত্ত উপবনে, জোৎস্নায় শরীর ডুবিয়ে অনুভূতি নিক!
জানিনা কেউই! জীবনের মহাযাত্রায়;
কোন্ নীতি, হয় সুনীতি? আর লালসার, চাবুকের নীচে, কি ভাবে আমরা সঠিক!
স্তাবক,নিজেই হয় নিজের! প্রশ্ন ওঠায়, অন্তর বিচারক, পারেনা নিতে সত্য নির্নয়! 
তবু, নগ্ন নরম হতে হতে, লজ্জা ঘেন্না 
দূরে রেখে, হই নানা বোধে; পরিক্ষীত 
চাই সময়ের আগে, সুযোগের মাঝে, সবাই হতে প্রদ্যুম্ন, ফেলে ফাস্টফরওয়ার্ডে; শুধু বাঁচতে, স্বেচ্ছায় দ্বিধা দ্বিচারিতায়!

(REGISTERED UNDER COPYRIGHT ACT)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন