ডিভোর্স ~ ডঃ অরুণ চক্রবর্তী | Divorce ~ Dr. Arun Chakraborty

…….……..ডিভোর্স……………

      ডঃ অরুণ চক্রবর্তী


যখন সম্পর্কের উড়ান নেয়, রং কোর্স, 
আসে কালো মেঘ, অবিশ্বাসের, 
অপমানের, নেমে আসে মন ও জীবন 
ভাঙ্গার, অভিশপ্ত ডিভোর্স!
এ শুধু স্বামী স্ত্রীর নয়! 
যত ঘটে; ঘটনা, নীতি বিরুদ্ধ, 
স্বপ্ন ভঙ্গ, মৃত্যু! কোন বিশ্বাসের, 
সততার ও আশ্বাসের
বৃষ্টি হয়ে ঝরে কান্না! 
ফেলে, নিঃশব্দে, অস্ফুট, বেদনা, 
শেষ নিঃশ্বাস্; দেয় ঘৃণায়, 
অস্বীকারের ডিভোর্স!
তবু ভাবনা ভাবায়, দুঃখবাদের ভাষায়
সম্পর্ক, সংযোগ, সংকল্প, সিদ্ধান্ত;
ভুল কি এতোটাই! পরিমিতির পতন;
নিশ্চিত না হতে পারার, নেই বিকল্প!
তবে,কেন দোহাই,শুধুপড়েথাকে;
পিছে না বোঝার গ্রন্থীতে,
পাক খাওয়া অজ্ঞ অবুঝ,
অবোধ্য প্রেমহীন, দাম্পত্য!
বারংবার, প্রশ্ন নিজেকেই! 
ফুটে ওঠা, চোরাবালীর নকশা! 
কার্য্য কারণে; কত বিবিধতা! 
শুধু আফসোস! 
তবু, এগিয়ে আসে অবুঝ,    
অভিমানের ডিভোর্স!
প্রতিশ্রুতির, প্রেম যুক্তির, সুষুপ্তির;
সমগ্র আবেদন, নির্বাক নিবেদন! 
নিষ্ফল অতিক্রম! মিশে শূন্যতা!
ব্যর্থতার ব্যাকরণ, মেনে নেয়, 
কিভাবে! সমর্থনের মিথ্যে, কার্পণ্যে!
প্রতিটি জীবনযাপনে! মননে, কর্মে 
অযাচিত, নীতি নির্ধারণে, দেখে আজ, 
তাচ্ছিল্যে এড়াতে চায়!
জন্মায় নিজের প্রতি নিজের আক্রোশ! 
ক্ষতি যা হবার হয়েছে,
পুরনো সে নিবিড়তা, আনে একরাশ,
শূন্যতা, দুর্বাশার ডিভোর্স!!

(REGISTERED UNDER COPYRIGHT ACT)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন