উৎসব পরবে বার্তা জাতির মিলন, "রঙে হোলি"~ অরবিন্দ সরকার

"রঙে হোলি"

~ অরবিন্দ সরকার

ronge-holi-banglakahinipublisher

বসন্তোৎসব রঙের প্রকৃতির শোভা,

নিকুঞ্জ,নিধু বনের দৃশ্য মনোলোভা,

পিচকিরি আবীরে রং বেলুনে সুপ্রভা,

দিগন্ত থেকে দিগন্তে সূর্যাস্তের আভা।


বহুরূপী সাজসজ্জা মুখে মেখে কালি,

মানুষ না অন্যজীব! জোটে হাততালি,

কেউ ভেতরে রং পুরে দেয় গালাগালি,

বাইরে ভেতরে হোলি মিশে কোলাকুলি।


বৃন্দাবন চলে আসে আনাচে কানাচে,

রঙের নামে বজ্জাতি পশুবৃত্তি ধাঁচে,

ঘরদোর বন্ধ রেখে রাধিকারা বাঁচে,

ডি,জের তালে পা ফেলে টলমল নাচে।


উৎসব পরবে বার্তা  জাতির মিলন,   

ভাই-বোন সম্বোধনে শ্রদ্ধা ভক্তি মন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন