আমরা নারী (bangla kobita) - প্রিয়াঙ্কা দাস

 আমরা নারী 

- প্রিয়াঙ্কা দাস

যুগ-যুগান্ত ধরে বিদ্রোহ হাতের তরে

                              শত ব্যথা কষ্ট সহ্য করে,

                      অধিকারটি পেয়েছিল ফিরে।


সর্বাঙ্গের দেশের মেয়ে 

                           বিভিন্ন বিদ্রোহে নিপ্ত হয়ে,

বছরের একটি দিন নারী দিবস পালন করে।


সারা বিশ্বের মেয়ে যখন,

                নিয়েছিল প্রতিবাদের আন্দোলন

ক্ষত বিক্ষত হয়েছে সব 

                            তবুও তো আসেনি ফিরে।


বহু মেয়ের কোল শূন্য করে,

                তাদের সাহসিকতার জবাব দিয়ে

মেয়েদেরকে পৌঁছেছিল সর্বাঙ্গের চূড়ার তরে।


নারী বলে থামবো না

                           ঘরে শুধু বদ্ধ হব না,

এগিয়ে আসিব বহুবার

                ভারত বিশ্বকে জয় করিতে ভিড়ে।


কুড়ি ও কুড়ি,আর ভয় তো নেই তার,

নারী ও নারী সবকিছুতে যে বিশ্বে তোমার ।


                               *****

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন