'একুশে ফেব্রুয়ারি" বেঁচে ফিরি মোরা - বিশ্বের চারিপাশে ছেয়ে আছে অগণিত ভক্ত

"২১শে ফেব্রুয়ারি"

- অরবিন্দ সরকার


তোমরা আজ করছো শহীদ দিবস আমাদের স্মৃতি রোমন্থনে,

আমরা তো বেঁচে আছি পৃথিবীর প্রতিটি দেশে মাতৃভাষা দিবস নামে।

আমাদের দেহের রক্তের বিনিময়ে পতাকা হয়েছে লাল,

পৃথিবীর কোনে কোনে রয়ে যাবো মোরা অমর চিরকাল।

বাংলার মান বাঙালীর সম্মান আজ বিশ্ব দরবারে,

পুঁচকে মোরা রক্ত দিয়েছি,রক্তহীনা দেশমাতৃকার তরে।

এ ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলা নয় ! এ রক্তের হোলি খেলা,

খেলেছে পশ্চিম পূবের মাঠে চালিয়েছে নৃশংস হত্যালীলা। আমরা রফিক,শফিক,সালাম,বরকত,জাব্বার ও আরো অনেকে দিলাম মাতৃ ঋণ শোধে রক্ত,

একুশে ফেব্রুয়ারি বেঁচে ফিরি মোরা - বিশ্বের চারিপাশে ছেয়ে আছে অগণিত ভক্ত।

শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত মানুষের কানে দিই মোরা মন্ত্র,

দাবি আদায়- লড়াই করে ছিনিয়ে নিতে হয়, আন্দোলন জারি গড়তে সাম্যতন্ত্র।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন