"অমর একুশেে" (সম্পাদকীয়)

"অমর একুশেে"

"অমর একুশেে" (সম্পাদকীয়)

- ✍️ শুভজিৎ দাস

 আসলে আমাদের দুঃখ টা কোথায় জানেন,আমরা বাঙালিরা আসলে পুরানো কাসুন্দি ঘাটতে বেশি ভালো বাসি।এই আমার বাংলায় সুভাষ চন্দ্র বসু জন্মেছে, আমাদের বাংলায় রবি ঠাকুর জন্মছেন।

 

     অথছ একটু চিন্তা করলে দেখা যাবে এই একবিংশ তে একটাও বোধায় মহান বীর কেউ জন্মান নি, ঠিক যেমন আজ ২১ফেব্রুয়ারি সবাই আজকে ওই মোবাইলে মুঠো ফোনেই তাদের আবেগ কে উগরে দিচ্ছে এবং দেশ প্রেম দেখাচ্ছে।খারাপ লাগলেও এটাই সত্যি যে,আমরা আদোও কি আমাদের ভাষা নিয়ে মাথা ঘামিয়ে ছি আদোও কি এই ভাষা,ভাষা টা কি?খাই না মাথায় দেয়.... না জানতে চাইনি কোনো দিন।

  

     আসলে আমরা আমাদের ভিড়েতে শুধু ২১ফেব্রুয়ারি ভাষা দিবস তা একটু জানি তারপর কিছু খাতার পাতায় বা একটু লেখা লিখি ব্যাস হয়ে গেলো আমাদের ভাষা প্রেম ভাষা সন্মান।

  

     আসলে আমরা কেউ তলিয়ে ভাবিনা আর ভাবতেও চাই না,কারণ আজ আমার প্রফেশানে বাংলা ভাষায় কথা বললে নিজেকে অপমানিত বোধ করি বা বাংলা ভষা তো থার্ড ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে কি আর মাতা মাতি কিন্তু আমরা এটা ভেবে দেখিনা যে আমরা বাংলায় জন্মেও কেন বাংল অনেক জায়গায় আটকে যাই বা আটকে রাখা হয়,।

  

     শুধু মাএ তুমি বাঙালি বলে কিছু করতে পারবেনা , তোমার দ্ধারা কিছু হবে না।

      

      এটা আমাদের দুর্বলতা...আমরা আসলে বাংলা ভাষা চাই না,

  আমরা চাই বাংলাকে কোনো বিশেষ দিনে সন্মান করে শুধু মাএ আমাদের মুঠো ফোন বা প্রযুক্তির গ্ৰাসে বন্দি রাখতে।ব্যাস এখানেই আমাদের মাতৃ ভাষা সকল সন্মান পাওয়া হয়ে যায়।

  আবার সকাল হয় আবারও ঠিক এক বছর পর গর্জে উঠি আমরা;বাংলা আমার মায়ের ভাষা।

  

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন