"মনফাগুনের ফাগুন রঙা মন" - দেবারতি গুহ সামন্ত | বাংলা কবিতা

মনফাগুনের ফাগুন রঙা মন 

- দেবারতি গুহ সামন্ত

মনফাগুনের জলসাঘরে আসর বসেছে আজ,

মন আর ফাগুনের শুভলগ্নে বিবাহ হবে।

কত লোকজন,আত্মীয় অনাত্মীয়ের ভীড় চারিদিকে,

সেজেগুজে নববধূ রূপে তৈরী আমাদের মন।


সময় বয়ে যাচ্ছে,কিন্তু কই,

ফাগুন তো এলো না এখনো!

উৎকণ্ঠা সৃষ্টি হচ্ছে মনের ঘরে,

কখন আসবে ফাগুন মনের সিঁথি রাঙাতে?


ধীরে ধীরে বাড়ল রাত,বিদায় নিল সব আত্মীয়র দল,

হায় হায় রবে মন তখন দিশেহারা।

তবে কি,তবে কি ফাগুন ঠকালো ওর মনকে?

ফাগুন যে কথা দিয়েছিল মনকে আপন করার।


লগ্নভ্রস্টা মন লজ্জায়,অপমানে প্রস্তুত নিজের জীবন দিতে,

বন্ধ দরজার ওপারে মনের বৃদ্ধ বাবার বুকফাটা হাহাকার।

মনের মা দেওয়ালের ছবি থেকে চেষ্টা করছেন আটকানোর,

আর প্রাণপনে ডেকে চলেছেন ঈশ্বরকে।


নিস্তব্ধ সুনসান রাত ভেদ করে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ,

সচকিত মনের বাবার হন্তদন্ত হয়ে দরজা খোলা।

দরজার ওপারে সদ‍্য মৃত‍্যুর মুখ থেকে ফিরে আসা রক্তাক্ত ফাগুন,

বন্ধ দরজা খুলে গেল অকস্মাৎ,বেড়িয়ে এলো মন,

ফাগুনের লাল রক্তে রঙিন হল মনের সিঁথি,বেজে উঠল শঙ্খধ্বনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন