রাম রাম ,রাম রাম ভাই (bangla kobita) ~ তরুণ ভুঁইয়া

রাম রাম ,রাম রাম ভাই

~ তরুণ ভুঁইয়া

রাম রাম ,রাম রাম ভাই।

সবাই বলে আমার আমার, 

আমার বলতেই কিছুই নেই।।


 রাম রাম  ,রাম রাম ভাই।।

আছ আছি কাল হয়তো নেই, 

এই খানে সব পড়ে থাকবে ভাই।


কিসের এতো মাইয়া, 

কিসের অহংকার করো ভাই।


স্বাধন ভোজন ছাড়া ,

এর চেয়ে বড়ো আপন কিছুই নেই।।

 ধন দৌলৎ আজ আছে ,কাল হয়তো নেই।

সবার সঙ্গে মিলে মিশে থাকো ভাই।।

পুরোনো দিনের কথা ভুলে 

নতুন বৎসরের স্বাগতম জানাই।

রাম রাম ,রাম রাম ভাই।।🙏



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন