"কুয়াশার ভরা মাঠ" - শিবানী দাস | বাংলা কবিতা

কুয়াশার ভরা মাঠ 

- শিবানী দাস

কুয়াশা ভরা খেলার মাঠে,

অনেকে মর্নিংওয়াকে আসে l

কিন্তু কুয়াশার জন্য মানুষজনকে,

পারছেনা একদম চিনতে l 

 মুখে ম্যাক্স থাকার কারণে,

অচেনা লাগে চেনা মুখগুলোকে l

কুয়াশার জল গাছের পাতা বেয়ে,

পরে টুপটাপ করে l

কুয়াশার বিন্দু বিন্দু জলকনl,

গরম জামার উপরে ঠিকযেন

 মুক্তোর দানা l


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন