প্রেমপত্র
- অরবিন্দ সরকার
কলমের লেখা বানী লিপিবদ্ধ পত্রে,
সম্বোধনে কতো বাক্য লিপি ছত্রে ছত্রে,
আকাশ কুসুম স্বপ্ন অগোছালো সূত্রে,
ভোর থেকে কলমের ছক পট চিত্রে।
কত ভালোবাসাবাসি শুধু মনে হাসি,
প্রজাপতি রংধনুর রঙ চোখে ভাসি,
চাওয়া পাওয়া মন্ত্র হিসাব নিকাশি,
খাওয়া দাওয়া ভুলে পত্রে কাছাকাছি।
মান অভিমান পালা কাগজে কলমে,
কয়না কলম কথা শরমে মরমে,
কাগজ নিঃশেষ প্রায় লেখা অতিক্রমে,
ভাষা ছন্দ হারা লিপি কথন চরমে।
কাটাকাটি লেখালেখি ছেঁড়া ছেঁড়ি সব,
নদী মিলন সাগরে মনে অনুভব।
Amar apnar lekha khub e valo lage dada
উত্তরমুছুন