প্রতীক্ষার অ-পাওয়া
~ মোহর ভট্টাচার্য্য
শুনেছি প্রতীক্ষার অ-পাওয়াদের জীবনকথার শব্দ,
প্রহরেরা চেয়ে থেকেছে অপলক দৃষ্টিতে।
নীরবতা করেছে নীরব জীবনযাপন,
স্বাভাবিকতা বৃষ্টিসম চেয়েছে ঝরতে।
নির্মলতা মেঘের বুকে রেখেছে নিজেকে,
মেঘকণ্ঠে ঝরেছে অভিমান ।
শুনেছি প্রতীক্ষার অ-পাওয়াদের জীবনকথার শব্দ,
প্রহরেরা চেয়ে থেকেছে অপলক দৃষ্টিতে।
নীরবতা করেছে নীরব জীবনযাপন,
স্বাভাবিকতা বৃষ্টিসম চেয়েছে ঝরতে।
নির্মলতা মেঘের বুকে রেখেছে নিজেকে,
মেঘকণ্ঠে ঝরেছে অভিমান ।