হারানো ভালোবাসা
~ অশেষ গাঙ্গুলী
দশ বছর একে - অপরের সাথে
হাতে - হাত রেখে হেঁটেছিল
তারা যে বহু পথ।
দুটি হাত যেন হাতে হাত রেখে
কথা দিয়ে ছিল এক সাথে
তারা থাকবে সারাজীবন।
বাধবে তারা ভালোবাসার ঘর।
ভালোবাসা দিয়ে তারা
চিরজীবন তারা অটুট।
কোন পরিষ্থিতিতে ভালোবাসা
ঘরটিতে হবে না টলমলে ।
কিন্তু কোন এক দমকা হাওয়া
দুটি হাত যে ছিঁটকে গেল দুইদিকে।
ভালোবাসা ঘর বানানো র স্বপ্ন
শুরু হয়ে হলো না যে শেষ।
দুটি মন হলো যে বিচ্ছিন্ন।
দুটি পথ হলো আলাদা।