"চোখের জলের জলাঞ্জলি" কলমে ~ দেবারতি গুহ সামন্ত

চোখের জলের জলাঞ্জলি 

~ দেবারতি গুহ সামন্ত

এক টুকরো চোখের জলকে

পুরে রাখলাম মানি ব‍্যাগে,

কখনো যদি প্রয়োজন পড়ে

ক‍্যাপশান দেব হ‍্যাস ট‍্যাগে।


জানি,হাত বাড়ালেই পাব না চাঁদকে,

তবু রাখব কেন চেষ্টায় ত্রুটি?

মনখারপের সন্ধ‍্যেবেলায় জমিয়ে খাব,

রসে টইটুম্বুর ম‍্যাঙ্গো ফ্রুটি।


আরে বাবা,ছোট ছোট ঘটনায় লুকানো খুশী,

চট করে সবাইকে দেয় না ধরা।

দেখার মতো চোখ আর বোঝার মতো বুদ্ধিতেই,

স্মৃতির জমিটা কাঁচা সোনা রঙে ভরা।


একটু আগেই তুমুল ঝগড়া বয়ফ্রেন্ডের সাথে,

বিষয়টা খুবই পার্সোনাল,শেয়ার করার মতো না।

এই মুহুর্তে কানে হেডফোন গুঁজে চাঁদের সৌন্দর্যে মগ্ন,

নিজের সঙ্গে সময় কাটাতে খেউ তো করেনি মানা।


মা রান্নাঘরে ডুবো তেলে ভাজছে চিকেন পকোড়া,

উফফ,সঙ্গে ঝাল ঝাল চাটনি।

চোখের জলকে তাই খুব করে বকে দিলাম,

মনখারাপ উধাও,আব দিল হে পানি পানি।


তাইতো চোখের জলকে পড়তে দিলাম না মাটিতে,

এখনও যে অনেক কিছু দেখার বাকি।

তুচ্ছ ঘটনায় দুঃখ পেলে চলে কি?

তাহলে তো নিজেকেই নিজে দেব ফাঁকি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন