"স্কুল ছুট"
~ অরবিন্দ সরকার
দু বছর স্কুল বন্ধ রোগ মহামারী,
ক্লাসে ধূলোবালি ভর্তি বন্ধাদেশ জারি,
শিক্ষক তল্পি গুটিয়ে দিয়েছেন পাড়ি,
সংসার ধর্ম পালনে ছাত্র ছাত্রী ছাড়ি।
খাদ্যাভাবে ছেলে মেয়ে ছেড়ে ঘর বাড়ি,
বারো বর্ষীয় মেয়ের বিয়ে তাড়াতাড়ি,
ছেলেরা কাজের খোঁজে বিদ্যালয়ে আড়ি,
মাষ্টারমশাই গেছেন ভুলে নাম তারি।
স্কুলে ফেরানো মুস্কিল বহু কষ্ট ভারী,
ছাত্রীর কোলে সন্তান স্কুল ঝকমারি,
বাপ্ মা পর এখন সে শ্বশুরবাড়ি,
ঠ্যালার নাম বাবাজি অধ্যাদেশ জারি।
অসহ্য জঠরজ্বালা ন্যুব্জ শিরদাঁড়ি,
শিক্ষক বেতন পায় এরা অনাহারী।
Tags:
Kobita/কবিতা
অসংখ্য ধন্যবাদ পত্রিকার সঙ্গে যুক্ত সকলের প্রতি। পত্রিকার সাফল্য কামনা করি। ধন্য আমি।
উত্তরমুছুন