সন্দেহ ~ আশীষ কুন্ডু

সন্দেহ 

আশীষ কুন্ডু 


সন্দেহ তোর চোখে-- পরিযায়ী ,
ছল না অভিনয়, ঈর্ষার বর্ষণে! 
সন্দেহ!- অভিমানে না অধিকারে
সিন্দুকের বন্ধ অন্ধকারে, 
সন্দেহ--! ব্যঞ্জনাময় মনের কথায়
অভিব্যক্তির সম্ভ্রান্ত চাদরে
হতে পারে সকালটা রয়ে গেলো 
সন্দেহে-মেঘের অনাবিল চলনে
এক কুঁচো চুলে আটকে থাকা 
নীরব সন্দেহের আবহে- প্রত্যাশার চুম্বনে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন