অগ্নিশিখা ~ আশীষ কুন্ডু | Agnisikha ~ Asish Kundu

অগ্নিশিখা

~ আশীষ কুন্ডু 

Agnisikha ~ Asish Kundu
নতুন বাংলা কবিতা

আগুন জ্বলে ধুনির মোহে
ছিন্নমস্তার বাথানে হেলায়
খেটে খাওয়া মানুষের গন্ধে
পুড়ছে গলা জীবন মেলায়!

রিক্সা চালায় পুরোনো মন
ঘামে ভেজা দশ টাকার হালে
পা ছড়িয়ে সোহাগী বসে থাকে 
হুড খোলা আকাশের নিচে! 

আকাশে  স্বপ্নের মরীচিকা 
রামধনু সাত রঙে দোলে
সোহাগীর লজ্জাবস্ত্র খোঁজে 
শ্মশানের ব্রাত্য অগ্নিশিখা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন