অগ্নিশিখা
~ আশীষ কুন্ডু
নতুন বাংলা কবিতা |
আগুন জ্বলে ধুনির মোহে
ছিন্নমস্তার বাথানে হেলায়
খেটে খাওয়া মানুষের গন্ধে
পুড়ছে গলা জীবন মেলায়!
রিক্সা চালায় পুরোনো মন
ঘামে ভেজা দশ টাকার হালে
পা ছড়িয়ে সোহাগী বসে থাকে
হুড খোলা আকাশের নিচে!
আকাশে স্বপ্নের মরীচিকা
রামধনু সাত রঙে দোলে
সোহাগীর লজ্জাবস্ত্র খোঁজে
শ্মশানের ব্রাত্য অগ্নিশিখা।
Tags:
Kobita/কবিতা