সঞ্জয় বক্সী
ডঃ অরুণ চক্রবর্তী
আমাদের প্রজন্মের অন্যতম সেরা,
রাজনৈতিক ব্যক্তিত্ব! মানুষের নেতা।
সংঘর্ষময় জীবন, বর্ণময় উত্তরণ,
এক অদ্ভুত ক্যারিস্মা,
জাতীয় স্তরের খ্যাতনামা,
গর্বিত উত্তর কলকাতা।
সঞ্জয় বক্সী, বলেন সোজাসুজি,
না রেখে ঢেকে, সরাসরি;
মিশে থাকে যুক্তি,
পরিশ্রমী, জাতিয়তাবাদী, গণতন্ত্রী;
নেতা আপামর জনতার।
সর্বাগ্রে, সমাজসেবী, গরীব, দুর্বলের,
চিরসাথী, হাজার হাজার যুবকের;
জীবনে বহ্নিশিখা; তাঁকে দেখলেই দেখা হয়,
পরিচ্ছন্ন, সৎ, এক তেজস্বী জীবন,
ওজস্বী শক্তি; অসাধারণ মানবদরদী,
সঞ্জয় বক্সী ! কৃতী, লড়াকু,
কংগ্রেস, তৃণমূল কংগ্রেস দলের;
তিনি অবশ্যই বর্ণময় অভিব্যক্তি!
পদচারণায় দৃঢ় প্রতিজ্ঞা!
আছে প্রভূত জনপ্রিয়তা!
এক সেরা ও শক্তিশালী,
রাজনৈতিক জ্ঞানী মস্তিস্ক;
বিচার তীক্ষ্ণ, আছে ভবিষ্যত দৃষ্টি;
অপ্রতিদ্বন্দ্বী; আদরের সঞ্জয় বক্সী!
আশা করে বাংলা, বাঙালী, আগামী,
আপনার সবল, নির্ভীক নেতৃত্ব,
হউন শতায়ু, দিতে মানুষকে মুক্তি;
নমস্কারে, জয় তিলকে, শুভেচ্ছায়;
লাখো, কোটি হৃদয়ে, লেখা থাক্,
নাম একটিই, সঞ্জয় বক্সী।।
(registered under copyright act)