প্রিয় দাশমুন্সি
ডঃ অরুণ চক্রবর্তী
তখন কোথাও, কোন পর্দাপন হয়নি,
তাঁর মাপের নেতার!
ছোট খাটো, চেহারার!
বুদ্ধি দীপ্ত চোখ, কিছু বলার আগেই,
বুঝে নিতেন, কি বলতে চায়;
শুরু হওয়া কথার! অপূর্ব বাক্ চাতুর্য্য,
কাব্যিক, অভিব্যক্তি!
মুখে হাল্কা হাসি,
কিন্ত, প্রাণ খোলা অপার!
পাঁচ পুত্র ইন্দিরার,
রাজীব, সঞ্জয়, প্রিয়, সুব্রত, সোমেন,
সারা দেশে, ছুটে বেড়ায়, দামাল,
ছেলের দল, বাজায় রাজনীতির সেতার!
প্রিয়, কর্মে ও সংগঠনে, সুব্রত, ছাত্র;
সাথে, সোমেন, লৌহমুষ্ঠি, যুব সংহাতে,
এই ছিল ৬০-৯০ দশকে!
দেশপ্রেম; জাতীয়তাবাদী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, শক্তিশালী ও সংঘবদ্ধভাব;
লাগত না, প্রশান্ত কিশোর বা প্রচার!
প্রিয়, ছিলেন, দুর্দান্ত,
নিখুঁত! পরিকল্পনাকার,
দূরন্ত বক্তা, অনেকে বলতেন,
দ্বিতীয় শ্যামা প্রসাদ!!
প্রিয়, বলতে উঠতেন শেষে,
উদ্বেল হতো, জনতা অক্লেশে,
জীবন্ত মানব সাগর,
হাজার হাজার কালো মাথা,
আবেগ তরঙ্গে দুলতো,
হেলতো, উঠতো বসতো….
প্রতিটি কংগ্রেস সভা বা সম্মেলন,
করতো উল্লাসে মহা গর্জন!
এরই নাম ছিল, প্রিয় রঞ্জন!
বহু রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা,
কমিউনিস্ট দ্বিচারিতা, ব্যক্তিহত্যা,
এ সবই রুখে, দিয়েছেন, মুখে, মুখে!
প্রিয়, সুব্রত, সোমেন, অর্ধ শতাব্দীর,
আপোষহীন সংগ্রামের টোকেন!
ছিল না চিন্তা, ছিলো না জেহাদ,
ছিলো না সাম্প্রদায়িকতা!
কংগ্রেস; শাসনে ছিলো,
স্বাধীনতা ন্যায় বিচার!
ছিলো না, বহিরাগত,
ক্ষুদ্র, সংক্রমণের আঞ্চলিকতা!
ছিলো না খেলা হবে; বা জয় বাংলা!
হিমালয় থেকে সুন্দরবন,
ধ্বণী শুধু বন্দেমাতরম!
এই শতাব্দীর জাগ্রত বাংলা,
সগৌরবে হতো প্রকাশিত “দক্ষিণী বার্তা”,
প্রিয়দার, প্রজ্ঞায়, সম্পাদনায়!
আশ্চর্য্য লাগে আজ!
তিন নক্ষত্র পতনে,
ঢেকেছে অমাবস্যায় বাংলা!
এই প্রথম নেই কংগ্রেস,
জনতার তৈরী বিধানসভায়!
জাতীয়তাবাদের লজ্জা,
দেশের ঐক্যের ও রাজ্যের আকাশে,
দেখি, দূর্যোগের, দুর্ভোগের সিঁদূরে মেঘ!
তাই আরো বেশী মনে হয়,
সংকটের দিনে, আজ,
থাকতো যদি প্রিয়দা, সুব্রত,
সোমেন সহযোগে!
কেউ পারতো না কংগ্রেস ভাঙতে !
পড়ে দীর্ঘঃশ্বাস! নিজের অজান্তেই!
লাগে আপাত অবিশ্বাস!
মাত্র, কয়েক দশক, ব্যবধান!
চারিদিকে তেরঙ্গা, সংগঠিত,
সবল কংগ্রস, নেতৃত্বে বিখ্যাতরা।
আজ, স্বশাসনের দাবী!
কেন্দ্র বিরোধিতা অকারণ!
রিপাবলিক না ফেডারেল,
হবে দেশের কোন্ স্ট্রাকচার!
শুধুই চারিদিকে অস্থিরতা!
আজকে, সত্যি বলছি,
কোটি কোটি বাঙ্গালী, করছে মিস্,
সর্বভারতীয় যুব কংগ্রস সভাপতি,
কেন্দ্রীয় মন্ত্রী, পশ্চিম বঙ্গ;
প্রদেশ কংগ্রস সভাপতি,
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি!
সাংসদ অসংখ্যবার!
ছিলে বাংলার আশা, ছিলে সংস্কৃতিমনস্ক,
বুদ্ধি ক্ষুরধার,
মানসিকতা সবাইকে নিয়ে চলার!
তাই আরো বেশী প্রিয়তম প্রিয় দা!
বাংলা চায় শুধু তোমায়!
নমস্কারে প্রিয় দা!
ভালোবাসায় প্রিয় দা!
প্রিয় দা.....প্রিয় দা
(REGISTERED UNDER COPYRIGHT ACT)
Tags:
Kobita/কবিতা