আমার ছোড়দা, সোমেন মিত্র
ডঃ অরুণ চক্রবর্তী
আমাদের কলেজ স্ট্রীট, আরমহার্স্ট স্ট্রীট, এলাকার দাপুটে, কংগ্রেস যুব নেতা!
নির্ভীক, সুঠাম, সুদর্শন, বাছতেন না,
শত্রু মিত্র, নাম তাঁর সোমেন মিত্র!
শিয়ালদা থেকে শিয়ালকোট!
জেনেছিলো, সবাই,
রুখতে নকশালবাদ আর সিপিএম,
একটাই রাজনৈতিক নাম, সো…মে…ন!!
হারিয়েছি, গত দুবছর,
এই মানুষের নেতাকে, চলে গেলেন,
কোন বিকল্প না রেখে,
হয়নি কেউ মন্ত্র শিষ্য,
হলো কত জাতীয়তাবাদী মানুষ,
নিপীড়িত, অবহেলিত ও রিক্ত,
চারিদিকে, শুধুই হতাশার চিত্র;
বড় অভাব, তাই ফিরে চাই,
বাংলার বুকে, আবার সোমেন মিএ।
সবাই যা জানে, জানুক!
আমি জানি, কতো হারিয়ে যাওয়া জীবন,
কতো ভেঙে যাওয়া স্বপ্ন!
নিজের হাতে বাঁচিয়েছিলেন,
অসংখ্য নিভে যাওয়া,
আশাদীপ, দেননি হতে, পরিত্যক্ত!
মহান, মানুষের, মাত্র ভরসার নেতা,
দুরন্ত, যুব আইকন, সাহসী,
প্রতিবাদী, কমিউনিস্ট ও বাম প্রতিরোধী,
কংগ্রেস রাজনীতি হয়েছিল সম্পৃক্ত!
তিনিই অতুলনীয় ব্যক্তিত্ব,
দেয় পুষ্পাঞ্জলি, পুরনো ও, নতুন প্রজন্ম;
লহ প্রণাম, বাংলার যুব জ্যোতিষ্ক,
সো.....মে.....ন..... মি.....ত্র!
(REGISTERED UNDER COPYRIGHT ACT)