ভাবনা ~ শিবানী দাস

ভাবনা

শিবানী দাস


আমরা সবাই ঘুরছি মিছে,
     মায়ার পিছে পিছে l
কাল যে ছিল বিভোর হয়ে,
     আজ সে আছে মাটির নিচে l
সূর্য তবু আলো ছড়ায় ,
      গাছের পাতায় বহে বাতাস l
যে গিয়েছে সবটা ছেড়ে,
     তার জন্য কিছু রয় না থেমে l
তবুও সবাই আছি আটকে ,
     এই দুনিয়ার মিথ্যে আশে l
কে কতটা কষ্ট পেলো ,
       কার বা তাতে এসে গেলো l


🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন