জীবন
অভিজিৎ দত্ত
জীবন এক প্রহেলিকা
কখনও মনে হয়
নদীর মতো এঁকেবেঁকে
চলা এক গতিধারা
কখনও মনে হয়
খোলা বই এর মতো
সুখ,দুঃখের গাঁথা
জীবন ঈশ্বরের এক সুন্দর উপহার
একে সঠিকভাবে কাজে লাগাতে
পারে কজনই বা আর?
জীবন যদি গড়তে চাও
ভালো পথপ্রদশক এর কাছে যাও
বিপ্লবী,মহাপুরুষদের জীবনি এক্ষেত্রে
প্রেরণা দিবে অনেকখানি।
জীবনের প্রতি পাতায়
কত কী যে লেখা আছে
আগে থেকেই কেউ কী তা
জানতে পেরেছে?
জীবন এক লম্বা যাত্রা
মৃত্যুতেই শেষ হবে রাস্তা।
জীবনের গৌরব যদি বাড়াতে চাও
ভালো কাজ করে যাও।
Tags:
Kobita/কবিতা