স্মিতা বক্সী
ডঃ অরুণ চক্রবর্তী
আমাদের প্রিয় বৌদি।
সদাই মুখে হাসি, বৌদি নেত্রী,
বৌদি কর্ত্রী, একাধারে ঘর সংসার,
পৌরসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব,
আবার এতদিন সামলেছিলেন,
দুটার্মের বিধায়িকার মহাভার!
সর্বগুণে গুণী,
তাঁর বিধানসভা কেন্দ্র ছাড়িয়েও,
হাজার হাজার মানুষ,
ভালোবাসেন তাঁকে শ্রদ্ধায়!
আমরা রই বিস্মিত, আবেগতাড়িত,
দেখি শুধু, ওঁর নিবিড় উদ্যম,
ধৈয্য, আর পরিশ্রম!
নেতৃত্ব যেন হয়েছে তাঁর স্বাভাবিক;
জন্মগত অধিকার!
কি স্নেহ, অপূর্ব ব্যবহার!
অনেক কষ্টে, হেঁটে হেঁটে,
দূর থেকে, পৌঁছেছিলাম,
গিরিশ পার্কে, বসেছিলাম,
আমার নির্দিষ্ট ঘরে,
দেখেছিলেন বৌদি এক পলক!
পাঠালেন, ঠান্ডা সুদৃশ্য গ্লাসে জল,
দামী বিস্কিট, চানাচুর আর কফি,
পরিচারিকার হাতে।
তাঁকে আমি দেখেছি কাছ থেকে,
বক্সী বাড়ীর মান সম্মান সামলান,
নিজের একা হাতে!
আমরা নিজেদের ভেতরে করি আলোচনা,
কি করে সম্ভব, এক জনের পক্ষে,
এত কিছু করা বা সামলানো!
ঠিক সময়ে বিধান সভা!
সময় দেখে পৌরসভা!
সমর্থকদের হাজারো দাবী, দাওয়া!
পার্টির মিটিং, একাধিক সিটিং,
শুধুই কর্ম ব্যস্ততা!
সব সামলেছেন দক্ষ হাতে।
অনেক যুগ লাগে, শ্মিতা বক্সী হয়ে জন্মাতে!
শিখছি আমরা, দেখছি আমরা,
খুব চেনা কিন্তু ব্যতিক্রমী,
এই অসাধারণ, কর্ম বীরাঙ্গনা!
প্রচার বিমুখ, গীতার বাণীর অনুরূপ!
“কর্মন্যে বাধিকারস্তু, মা ফলেশু কদাচন”
এই তিনি, নারী শক্তির এক মহা জাগরণ,
ও প্রকাশ, ওঁর মাঝে!
আমরা কৃতজ্ঞ, আমরা আপ্লুত,
নত মস্তক হই, হাজার, লাখো মানুষ,
বৌদি আপনার সম্মুখে!
(REGISTERED UNDER COPYRIGHT ACT)