কাঁটা ~ অরবিন্দ সরকার

কাঁটা

~ অরবিন্দ সরকার


গোলাপের কাঁটা আছে সুগন্ধি বিলায়,
ক্যাকটাসের সৌন্দর্য্য গৃহে শোভা পায়,
শিমূল দেখতে ভালো কাঁটা তার গায়,
পদ্মের জাতীয় রূপ কন্টক বোটায়।

সিঙ্গি,মাগুর, ট্যাংরার কাঁটা বিষময়,
ইলিশ মাছের রাজা ভরতি কাঁটায়,
সতীন কাঁটা জীবনে সে কি ভোলা যায়?
কাঁটা দিয়ে কাঁটা তোলা এটা বোঝা দায়।

চলার পথে গমনে কাঁটা ফুটে পায়,
কাঁটাওয়ালা গাছের বেড়া দিতে চায়।
বিপথে চললে পরে কাঁটা গন্ধকায়,
ভীমরুল মৌমাছির হুলে কাঁটা হায়।  

পথের কাঁটা সরাতে শত্রুর বিনাশ,
কাঁটা ঝোঁপ ঝাড় কেটে চাষ বারোমাস।

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন