বাংলা নতুন কবির কবিতা "বোবা বাবা" | অরবিন্দ সরকার

"বোবা বাবা"

~ অরবিন্দ সরকার

বাংলা নতুন কবির কবিতা - বোবা বাবা অরবিন্দ সরকার
বাংলা নতুন কবিতা
সংসারের বোঝা কাঁধে তিনি বাবা হন,
কখন সকাল সন্ধ্যা তিনি জানেন না!
পরিশ্রমে কুব্জ হয়ে দায় সচেতন,
আহার নিদ্রা গোপনে কথা বলা মানা।

কলুর বলদ তিনি গন্যমান্য নন,
সমাজের ক্রীতদাস রুটি আধখানা,
ঢকঢক্ শব্দে জল পেটপুরে খান,
চাহিদা জোগান দিতে শ্রম একটানা।

রোগ প্রতিরোধে তাঁর চিকিৎসা বারণ,
লতাপাতার মিশ্রনে জড়িবুটি দানা,
বাবা ডাক শোনা কভূ দেয়নি তারণ,
শ্বাস প্রশ্বাসে আশ্বাস বিধি অন্ধকানা।

স্নেহ মায়া ভালোবাসা নয় সে বাবার,
খাটতে খাটতে বুড়ো সময় কাবার।

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন