প্রশান্তির ছায়ায় জীবন
মোহর ভট্টাচার্য্য
পাললিক জীবনের কোথাও থেকেছে প্রশান্তির ছায়া,
আবেগ হয়েছে সূচক।
ফাঁকা অংশরা পূরণ করেছে নিজেদের খয়িষ্ণু অংশকে পাশে রেখে,
প্রশান্তি খুঁজেছে নীরবতা।
আমি থেকেছি এককের বৃত্তে,
অনুভূতিরা আজও অক্ষত।
Tags:
Anu Kobita/অনুকবিতা