"প্রশান্তির ছায়ায় জীবন" একটি নতুন বাংলা কবিতা লিখেছেন ~ মোহর ভট্টাচার্য্য

প্রশান্তির ছায়ায় জীবন

মোহর ভট্টাচার্য্য


পাললিক জীবনের কোথাও থেকেছে প্রশান্তির ছায়া,
আবেগ হয়েছে সূচক।
ফাঁকা অংশরা পূরণ করেছে নিজেদের খয়িষ্ণু অংশকে পাশে রেখে,
প্রশান্তি খুঁজেছে নীরবতা।
আমি থেকেছি এককের বৃত্তে,
অনুভূতিরা আজও অক্ষত।

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন