দেশভক্তি তে ভরা বাংলা কবিতা "আমরা সিপাই" ~ অষ্ট দেয়াশী

আমরা সিপাই

~ অষ্ট দেয়াশী

bangla-kobita

সারাদিন থাকি আমি বর্ডারের ধারে 
মনের স্বপ্ন গুলো ভুলে। 
একটু এদিক ওদিক হলে প্রান যাবে চলে। 
রাতে ঘোমাও তোমরা সুখের বিছানায়। 
আমরা থাকি খোলা আকাশের নীচে ঘাসের গালিচায়। 
আমরা যে সিপাই করেছি পণ নিজের জীবন দিয়ে রাখবো ভারতমাতার মান। 
উৎসবে আনন্দে হও তোমারা মাতোহার। 
আমি তখন পাহারায় বর্ডারে শত্রু তাড়াই।
আমাদের চরিত্র নিয়ে যারা বলে কুকথা । 
মনকে প্রশ্ন করে দেখ তোমাদের মতো আমরাও কারো সন্তান। 
আপনজন দের তরে মন কাঁদে সব ভুলে থাকি বর্ডারের। 
নেতা নেত্রী বুদ্ধিজীবী মানব মানবীকা আমাদের চরিত্র নিয়ে বাজে কথা বলোনা। 
তোমাদের বাঁচাতে গিয়ে কত সিপাইদের প্রান যায়। 
তার পরও আমাদের চরিত্রের উপর কালিমা লেপে দাও। 
আমরাও তোমাদের মত রক্ত মাংসের মানুষ।
আমরাও কারো ভাই কারো স্বামী কারো সন্তান। 
যতদিন এ দেহে আছে প্রান রাখবো ভারতমাতার মান। 
প্রান গেলে ক্ষতি নেই শত্রু কে ছাড়ার কোন গল্প নেই। 
আমরা সিপাহী বলে আমাদের জীবনের কী কোন দাম নেই।

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন