দেশের শত্রু ~ ডঃ অরুণ চক্রবর্তী

দেশের শত্রু

~ ডঃ অরুণ চক্রবর্তী

bangla-kahini

ভারতবর্ষ কে টুকরো করে, 
স্বাধীন হয়েছিলো যারা,
পূবে,পশ্চিমে, বিবাদে, হিংসায়,
আবার,রক্ত ঝরালো ওরা!
হলো,পদে পদে ভারতের ক্ষতি!
নয়া সীমান্ত, নিয়ে, বুদ্ধিহীন,
উজবুকি সিদ্ধান্ত, ৪০টি বছর!
ভারত ছাড়েনি, তার ৪২ বর্গ কি: মি:,
৬ই জুন ২০১৫, নতুন প্রধানমন্ত্রীর;
এক আঁচড়ে, ভারত হারালো, জমি,
১৭১৬০ হেক্টর, বদলে মাএ ৭১১০?!
ভারত কূটনৈতিক যুদ্ধে পরাজিত!! 
প্রতিপক্ষ, মুসলিম বাংলাদেশ! 
ভাবতে পারেন?! হারাল উর্বর,
 শষ্য শ্যামলা! সবুজ নিবিড়তা!
 আমার দেশ!! 
থমকে! চকিত অবিশ্বাসে! 
স্তব্ধ ভারত, একি নির্মম! 
ভারত নেতা! ভাবল না, দেশের কথা! 
দান করে দিলে, দেখে মৈত্রী মরিচীকা!
হলো না! কোন বিরোধিতা!
ভৌতিক ভাবে রাজ্য সরকারও চুপ!
নিঃস্ব, রিক্ত, বিরক্ত, হলো হিন্দু বাংলা।
চরম মূর্খতা, শিশু; চপলতা! 
দেখালে, ভারত সরকার! 
আর; চিরদিনের মতো, বিলীন হলো,
ভারত ভূমি! নতুন করে আবার!
দেশের শত্রু কে? 
কে বসে আছে? দিল্লিতে! 
এরাই বড় পাকিস্তানী! 
এরাই ঢাকার তাঁবেদার সন্ত্রাসী!!
বাপ কি রেখে গিয়েছিল জমিদারী!
কার হিম্মতে? করেছিল? ভাগীদারি!
নাটুকে কান্নায় ভেঙে পড়েন, 
জানাতে, গর্ভ ধারিণীর মহা কাব্য! 
বাড়ী বাড়ী, বাসন মাজা, ক্রীতদাসী!
মায়ের অপমান, দেখিয়ে, 
কুড়োত সিম্প্যাথী! 
জবাব ওঁকে দিতেই হবে! 
গর্ভ ধারিনী আর মাতৃভূমি, 
দুই মা প্রশ্নাতীত! 
প্রমাণিত, কুষ্মান্ড, কূপুত্র আজ!
দেশবিরোধী, জাতিবিরোধী তুমি, 
নয়া শকুনী গিয়েছে বোঝা পরিস্কার!!

(REGISTERED UNDER COPYRIGHT ACT)

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন