"নিরীহ পশু ছাগ্"
~ অরবিন্দ সরকার
লতা পাতা কচি ডগা তার প্রিয় খাদ্য,
গৃহপালিত ছাগল সযত্নে পালন,
মালিকের সঙ্গে তার বন্ধুত্ব অভেদ্য,
ডাকিলেই সাড়া দেয় নামটি কালন।
ঘর যে আপন তার, অঙ্গ অবিচ্ছেদ্য,
মালিকের দেখে শেখা এ চাল চলন,
শীতে চাদর জড়ায়ে, ঘুরে ফিরে সদ্য,
চিক্কন শরীর তার বেড়েছে ওজন।
মালিকের সন্তানের বিয়ের নৈবেদ্য,
নিরামিষাশী ছাগল আমিষে ফলন,
বৌভাতে ছাল ছাড়িয়ে, খাবারে বরাদ্দ,
আজ সে পর হয়েছে, ভুলেছে আপন।
সত্ পিতা মাতা নয় কেহ আপনার,
নিজ মাতা পিতা ছাড়া,ব্যথা হবে কার।