অশ্রুত স্বরস্নান
~ মোহর ভট্টাচার্য্য
মুহূর্তেরা করেছে অশ্রুত স্বরস্নান,
জীবন নিয়েছে অস্ফুট আকার।
শ্রাবণ নিয়েছে উদ্ভাবনী প্রতিক্রিয়া,
গহীনতা পেয়েছে মিশ্রিত জীবন।
জীবনের ভাঁজ হয়েছে প্রকট,
ধ্বনির কলতানে জীবন হয়েছে মুখরিত।
Tags:
Anu Kobita/অনুকবিতা
মুহূর্তেরা করেছে অশ্রুত স্বরস্নান,
জীবন নিয়েছে অস্ফুট আকার।
শ্রাবণ নিয়েছে উদ্ভাবনী প্রতিক্রিয়া,
গহীনতা পেয়েছে মিশ্রিত জীবন।
জীবনের ভাঁজ হয়েছে প্রকট,
ধ্বনির কলতানে জীবন হয়েছে মুখরিত।