নতুন বাংলা শর্ট কবিতা "অশ্রুত স্বরস্নান" | ~ মোহর ভট্টাচার্য্য

 অশ্রুত স্বরস্নান

~ মোহর ভট্টাচার্য্য

ashrut-swarsnan-new-bangla-poetry-mohor-bhattacharya


মুহূর্তেরা করেছে অশ্রুত স্বরস্নান,

জীবন নিয়েছে অস্ফুট আকার।

শ্রাবণ নিয়েছে উদ্ভাবনী প্রতিক্রিয়া,

গহীনতা পেয়েছে মিশ্রিত জীবন।

জীবনের ভাঁজ হয়েছে প্রকট,

ধ্বনির কলতানে জীবন হয়েছে মুখরিত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন