লাস্ট বেঞ্চার (last bencher) ~ শুভজিৎ দাস

 লাস্ট বেঞ্চার

শুভজিৎ দাস

last-bencher-new-bangla-short-kobita-subhajit-das

 ক্লাস ভর্তি কত উজ্জ্বল ছাএ - উজ্জ্বলতার সম

 খাতা পেন নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ,

 ছড়াবে উজ্জ্বলতার আলো

 আমি বুঝে গেছি এ জগৎ আমার না

 ক্ষমা করো বৃক্ষ ; আপনার শাখায় আমি সত্য

 পাখিকে বসতে দেবো না।

 আর মুখস্ত করতে পারবো না।

 চারদেয়ালের মধ্যে নিপীড়িত চাপা যন্ত্রনা 

 আর সহ্য করতে পারবোনা

 তাই ওই কংক্রিটের আকাশ আমি দেখবো না,

 আমি বুঝে গেছি,আমি সত্য

 এ কলম আমার নয়

 প্রকৃতির নয়া সন্ধি - তাতেই আমি খুশি

 আর ঝুঁকতে ঝুঁকতে ব্যাগের বোঝা বইতে পারবো না…

 ক্ষমা করো সত্য

 তোমার অভিজ্ঞতা যদি থেকে থাকে

 তাহলে আমাকে শিখিও ;

 আমি লাস্ট বেঞ্চার

 মানুষ হবার কিছু শিক্ষা

 জগৎ গড়ার কিছু শিক্ষা .....।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন