ভালোবাসার মানে জানো না নতুন বাউল গান ~ অষ্ট দেয়াশী

 বাউল গান

অষ্ট দেয়াশী

boul-gaan-asto-deyashi-banglakahinipublisher

ভালোবাসার মানে জানো না

তুমি ভালোবাসার কথা বলোনা

ভালোবাসা মানে নয়কো যন্ত্রনা

ভালোবাসা আসে মন থেকে শরীর থেকে নয়। 

তুমি ভালোবাসার মানে জানো না

তুমি ভালোবাসার কথা বলোনা। 

যে ভালোবাসার মূল্য দেয়না

সে ভালোবাসতে জানে না

কথায় কথায় যে দেয় যন্ত্রনা 

সে কখনো কারো আপন হয়না। 

এ জীবনে আসে অনেক ব্যথা

সব ব্যথা সহ্য করা যায় না। 

ভালোবাসা মানে কি যন্ত্রনা 

এ জগতে ভালোবাসা মানে যন্ত্রনা

যে যার খুশিতে সে তার চলো না। 

ভালোবাসা মানে শুধু যন্ত্রনা

আপন মানুষ গুলো দেয় শুধু যন্ত্রনা। 

মন আগুনে পুড়ে মরে মানুষ শুধু যন্ত্রনায়। 

ভালোবাসার মানে জানো না

তুমি ভালোবাসার কথা বলোনা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন