চলচ্চিত্র পরিচালক - প্রমথেশ চন্দ্র বড়ুয়া পরলোকে গমণ করেন l
~ শিবানী দাস
প্রমথেশ চন্দ্র বরুয়া অসমীয়া প্রমথেশ চন্দ্র বৰুয়া ভারতের একজন বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক ছিলেন। ২৪ শে অক্টোবর ১৯০৩ সালে আসামের গৌরীপুরে জন্মগ্রহণ করা প্রমথেশ বড়ুয়া বাংলা ও হিন্দী চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন। অপরাধী চলচ্চিত্রে তিনি সর্বপ্রথম কৃত্রিম আলোর ব্যবহার করেন এবং এটাই ভারতীয় চলচ্চিত্র শিল্পে প্রথম কৃত্রিম আলোর ব্যবহার। তাঁর অপরাধী চলচ্চিত্রে ব্যবহার করা “কৃত্রিম আলো” ভারতীয় চলচ্চিত্র জগতে প্রথম কৃত্রিম ব্যবস্থা ছিল। ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম তিনি দেবদাস চলচ্চিত্রে ফ্লাস ব্যাক মন্তাজ, টেলিপ্যাথি শট এবং সাবজেকটিভ ক্যামেরার ব্যবহার করেন। তিনি ২৯ শে নভেম্বর ১৯৫১ সালে পরলোকে গমন করেন l
ওনাকে জানাই আমার শ্রদ্ধাঞ্জলি l
-------------------------------------------------------------------
খুব সুন্দর 👍👍
উত্তরমুছুন