ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে এর ওপর অভিজিৎ দত্ত এর লেখা কবিতা "ভারতের সংবিধান"

 ভারতের সংবিধান 

অভিজিৎ দত্ত 

ভারতের সংবিধান, ভারতের আত্মা

প্রত্যেক ভারতবাসীকে সংবিধান

দেয় গভীর সুরক্ষা 

আম্বেদকরের নেতৃত্বে সংবিধান কমিটি

দুবছরের চেষ্টায় রচনা করেছে

পৃথিবীর সবচেয়ে বড়ো

লিখিত সংবিধানটি।


সংবিধানের শুরুতেই আছে

খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাবনা 

যার থেকেই ধারণা করা যায়

সংবিধানের মূল সুরটা।


দেশ চালাতে দরকার শান্তি ও সুশাসন 

তার জন্য গণপরিষদ বুঝেছিল

সংবিধান খুবই প্রয়োজন। 


1947 থেকে 1949

দুবছরের চেষ্টায়

সংবিধান রচিত হল শেষটায় 

সংবিধান দিয়েছে ভারতীয়

জনগণকে সুরক্ষা 

সংবিধান ছাড়া চলতে পারতো না

এতবড় দেশটা।


সংবিধানকে মানা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য 

সংবিধানকে অমান্য করা

প্রচন্ড অপরাধ দেশের জন্য

তাই সংবিধানকে সকলে মেনে চলুন 

দেশের উন্নতিতে অবদান রাখুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন