মোহর ভট্টাচার্য্যের লেখা নতুন বাংলা কবিতা "পারিভাষিক জীবন"

পারিভাষিক জীবন

মোহর ভট্টাচার্য্য

paribhashik-jibon-bangla-kobita-mohor-bhattacharya

জীবনের পারিভাষিক জীবন কিছু বলতে চেয়েছে আমায়, অস্ফুটস্বরে।

আমি থেকেছি সাময়িকভাবে সমান্তরাল,

মুহূর্তেরা হতে চায়নি উপেক্ষিত।

অনুপস্থিতিরা উপস্থিতির গুরুত্বকে ছাপিয়ে গিয়েছে, হয়েছে উদ্বেল।

দৃষ্টি থেকেছে নির্নিমেষ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন