"প্রতিফলিত জীবন" একটি নতুন বাংলা কবিতা - মোহর ভট্টাচার্য্য

প্রতিফলিত জীবন

মোহর ভট্টাচার্য্য

protifolito-jibon-bangla-short-kobita-mohor-bhattacharya
"প্রতিফলিত জীবন" একটি নতুন বাংলা কবিতা - মোহর ভট্টাচার্য্য

জীবন থেকেছে প্রতিফলিত অংশে,
প্রতিবিম্বরা বলে গেছে জমানো কথা।
প্রশ্নরা জমাট বেঁধে করেছে উত্তরের অপেক্ষা,
দৃষ্টি থেকেছে অগোচরে।
আকাশের বুকে প্রজ্জ্বলিত ধ্রুবতারা থেকেছে সাক্ষী,
কথারা আকাশ গড়েছে, নিভৃতে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন