হোমগান "প্রতিফলিত জীবন" একটি নতুন বাংলা কবিতা - মোহর ভট্টাচার্য্য নভেম্বর ২৫, ২০২১ 0 প্রতিফলিত জীবনমোহর ভট্টাচার্য্য"প্রতিফলিত জীবন" একটি নতুন বাংলা কবিতা - মোহর ভট্টাচার্য্যজীবন থেকেছে প্রতিফলিত অংশে,প্রতিবিম্বরা বলে গেছে জমানো কথা।প্রশ্নরা জমাট বেঁধে করেছে উত্তরের অপেক্ষা,দৃষ্টি থেকেছে অগোচরে।আকাশের বুকে প্রজ্জ্বলিত ধ্রুবতারা থেকেছে সাক্ষী,কথারা আকাশ গড়েছে, নিভৃতে। Tags: গান Anu Kobita/অনুকবিতা Facebook Twitter