 |
মুখোশের হাসি - অর্পণ চৌধুরী |
মুখোশের হাসি
__অর্পণ চৌধুরী
চোখের হাসিতে ভরিয়েছিলে
তুমি আমার মন,
কথা হতো প্রচুর মোদের
করতাম তোমায় ফোন,
মুখোশের আড়ালে কিভাবে
ছিলে এতক্ষন,
পারলে তুমি এতদিন
সাজতে আপনজন ?
কিভাবে তুমি আমার সাথে
করলে ছলনা,
কি দোষ ছিল আমার
তুমি একটু বলো না,
তোমার জন্য হয়েছি নিঃস্ব
ফেলেছি চোখের জল,
ভগবান যদি থাকে ভালো হবে না
তোমার কর্মের ফল,
বিশ্বাসঘাতকতা করলে যেভাবে,
এর ফল তুমি একদিন ঠিকই পাবে ।
🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂
🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹
💐🙏ধন্যবাদ 🙏🌼।