মনে পড়েমুজিবর রহমান মল্লিক![]() |
মুজিবর রহমান মল্লিক |
মনে পড়ে তোমার স্মৃতি,
আজও হয়নি বিস্মৃতি।
পুরানো দিনের স্বপ্নেের দিন গুলি,
পুরানো দিনের স্বপ্নেের দিন গুলি,
রয়ে গেছে সুপ্ত বাসনাময়।
তাই বারে বারে ফিরে আসি,
তোমার প্রেমের আঙ্গিনায়।
জানি না জীবনে কোন পর্যায়ে,
তোমার সহিত হইবে মিলন।
তবু চলিতে চাই একসাথে,
প্রচেষ্টা করি প্রাণপণ।