মনে পড়ে - মুজিবর রহমান মল্লিক | mone pore - Mujibar Rahman Mullick

মনে পড়ে

মুজিবর রহমান মল্লিক

মুজিবর রহমান মল্লিক

মনে পড়ে তোমার স্মৃতি,
         আজও হয়নি বিস্মৃতি।
পুরানো দিনের স্বপ্নেের দিন গুলি,
         রয়ে গেছে সুপ্ত  বাসনাময়।
তাই বারে বারে ফিরে আসি,
           তোমার প্রেমের আঙ্গিনায়।
জানি না জীবনে কোন পর্যায়ে,
            তোমার সহিত হইবে মিলন।
তবু চলিতে চাই একসাথে,
              প্রচেষ্টা করি প্রাণপণ।

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন