বন্ধুত্ব __অনাদি মুখার্জি | bondhuto [ kobita ]- Anadi Mukharjee

বন্ধুত্ব __অনাদি মুখার্জি | bondhuto [ kobita ]- Anadi Mukharjee
বন্ধুত্ব __অনাদি মুখার্জি 

বন্ধুত্ব

__অনাদি মুখার্জি 

আমরা দুই জন একসাথে খেলে বেড়ায় ,
একজন কষ্ট পেলে অন্য জন যন্ত্রণা পায় !
ভোরের বার্তা আসে যখন পাখির গানে ,
দুই বন্ধু ছুটে বেড়ায় এই বাগান সেই বাগানে !
গাছের ডালের ঝুলতে থাকি আমরা দুই জন একসাথে,
আমি পড়ে গেলে তখন সেই আমার হাতটি ধরে !
প্রাণের কথা মনের কথা বলি আমরা ফিসফিসিয়ে,
আজো ও আমরা ভালো মন্দ ভাগ করি সমান ভাবে !
যখন দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নামে চারিদিকে ,
তখন আমরা ভিজতে থাকি দুই বন্ধু একিই সাথে !
তাই তো আমরা বন্ধু আছি আজোও বাধাবিগ্ন সয়ে ,
আকাশ বাতাস বলছে যেন এমন বন্ধুত্ব থাকে কয়জনের !

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন