উৎসব __অর্পণ চৌধুরী | Utsav - Arpan Choudhury

উৎসব __অর্পণ চৌধুরী | Utsav - Arpan Choudhury
উৎসব - অর্পণ চৌধুরী

উৎসব

__অর্পণ চৌধুরী

আজ পবিত্র ঈদের দিনে দুই পথ-শিশু রাম ও রহিমকে কোলাকুলি করতে দেখলো ইরফান। মিষ্টি খাওয়াচ্ছে তারা একে অপরকে। মনে মনে ভাবলো আবারও প্রমান হলো আনন্দ উৎসবের কোন ধর্ম হয় না কারণ উৎসব সবার জন্য। একটু এগোলে একটি দেওয়াল লিখন দেখতে পেল সে..... মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু-মুসলমান।
🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন