মোহনবাগান - ডঃ অরুণ চক্রবর্তী | Mohonbagan (bangla kobita) - Dr. Arun Chakraborty

মোহনবাগান 
মোহনবাগান - ডঃ অরুণ চক্রবর্তী | Mohonbagan (bangla kobita) - Dr. Arun Chakraborty

                 - ডঃ অরুণ চক্রবর্তী

আমার মন প্রাণ,
মোহনবাগান।
আমার জীবন, জয়গান,
মোহনবাগান।
আমার বিজয উল্লাস,
আমার ক্লান্তিহীন, বলা একটিই নাম,
মোহনবাগান।
ভারত গর্ব, খালি পায়ে, ব্রিটিশ মিলিটারী দলকে হারানো;
এনেছে,ফুটবলের প্রথম স্বরাজ, 
দশ জন ও গোষ্ঠ পাল!
মোহনবাগান, মোহনবাগান।
চুণীর দ্যুতিতে, জার্নালের শক্তিতে,
আক্রমণের ঝোড়ো গতিতে, বিপক্ষ,
হয় বাহ বাহ, পরাজিত, হতমান; বুলডোজার মোহনবাগান!
ভারতসেরা, জেনে রাখো, একমাএ;
জাতীয় দল, মোদের সাধের মোহনবাগান। 
মোহনের বাঁশি, বাগানের ফুলরাশি!
হয় আত্মহারা, লক্ষ মানুষ, ঘরে ঘরে, খায়, দামী চিংড়ির কারী, প্রত্যেক জয়ে, কোটি কোটি ঘটি বাড়ী। গর্বিত দেশ, গর্বিত জাতি;
দেব সবকিছু, কিন্তু রাখবো মান
সন্মান, বারে বার, দিয়েছে  প্রমাণ,
মহান মোহনবাগান।।

(REGISTERED UNDER COPYRIGHT ACT)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন