ভারত কে বার্তা - ডঃ অরুণ চক্রবর্তী | Bharat ke barta - by Dr. Arun Chakraborty

ভারত কে বার্তা

ডঃ অরুণ চক্রবর্তী

ভারত তুমি কি দেবে বার্তা! 
নিন্দে করছে সারা পৃথিবী; 
অশোক, বিম্বিসারের মন্ত্র,বাতাসে যায় আজো শোনা; বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত, বীর শিবাজির দেশ, নেই কেন তবে; সম্ভ্রম ভরা প্রতিবাদের রেশ!! লাঞ্ছিত তুমি, বঞ্চিত তুমি, শান্তির পারাবত, সখ্যতার নীরব কামনায়!! আজো অপেক্ষায়!! শত্রু শোনে না শান্তির কোন বার্তা; তবু, বারেবার, মহামতি বুদ্ধের পঞ্চশিলের,পাশানশীলায় পদাঘাত করে বর্বর মংগল; মিঙ দেওয়ালের প্রাচীর ভেঙ্গে পরজিত করো দুর্দম ক্রোধে communist এর দঙ্গল, দেশমায়ের পায়ে ছিলো অঙ্গীকার মোদের, গিয়েছে তিব্বৎ, গিয়েছে মানস, গিয়েছে রাক্ষসতাল, মহাতীর্থ শিবের আলয়, হিন্দুর পবিত্র কৈলাস। ভারত, বেঁচে থাকা কেন আর!! নিয়েছ যবে শুধু অপমানের মহাভার!! কিন্তু, তুমি জানো, আছেন কালান্তক, ভূমি, আকাশ, মহাকাল ভৈরব, সৌর্যশ্বাস; জাগো, অভেদ্য গান্ডিবি নিয়ে, কালভেরি মহাশস্ত্র, ফিরাতে আর্য বিশ্বাস।
ভারত! দাও নিজের মহিমার বার্তা।।

(REGISTERED UNDER COPYRIGHT ACT)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন