সমুদ্র
- শিবানী দাস
আজ ভালোবাসার কথা না বলে
চলো অন্য কথা বলি l
জীবনে অনেক বন্ধুই আসবে,
আবার প্রয়োজন ফুরালে
চলেও যেতে চাইবে l
হতাস না হয়ে তাদের চলে যেতে দাও
, কারণ মনে রেখো সমুদ্রের ঢেউ
আসে আবার চলেও যায় l
দিগন্ত মিশে যায় ওই নীল সমুদ্রের
বুকে l
যেখানে হারাতে চাই অপূর্ণতার চোখে l
সমুদ্রের সুন্দর ঢেউ কেরে নেয়
মন ও প্রান l
সমুদ্রের বুকে আছে কত জানা
অজানা প্রান l
আমি সমুদ্র খুব ভালোবাসি
আমি সমুদ্রকে দেখি আর ভাবি ,
এখানেই আছে বুঝি সব শান্তি l
সমুদ্রের চড়ে রাশি রাশি বালি
সূর্যের কিরণে সেথা চিক চিক
করে ওঠে বালি l
কি অপরূপ ওই দৃশ্য ভুলিতে
কি পারি l
![সমুদ্র - শিবানী দাস | Somudro [new bangla Kobita] - Siwani Das , bangla-kahini সমুদ্র - শিবানী দাস | Somudro [new bangla Kobita] - Siwani Das](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAvKZHOLhVK5V0DmSaG2zSUEIj9N33c0erMgZtZv-6FsruHZtg9Xru4pvGy4gsH__3qvgBEJGCbFHKfjsc9tSi8K8vnUxGe3fv_PrB7YMqZGD9rsmYwvJL0uMuYF8D0P-WvJh6MV012Hwk/s16000/Somudro-bangla-kobita-siwani-das.png)