তুমি সত্যি তাকে ভালোবেসেছো - | tumi sotti take bhalobesechho - Ranjan Shaw [Bangla kobita]

যখন কাউকে কেউ ছেড়ে চলে যায়
তো তাকে ছাড়া কি বাঁচা যায় না ?
যায়..
অবশ্যই যায় ।

কিন্তু কি তাকে মন দিয়ে ভুলানো যায় ?
নাহ্...
কোনদিনও না ।
সে চিরকালের জন্য বন্দি হয়ে যায়
মনের অন্তরে ।

তুমি তাকে ভুলে 
এগিয়ে যাবার চেষ্টা করতে পারো
কিন্তু তুমি তাকে ভুলতে
কোনো দিনই পারবে না ‌।

এটাকে যদি তুমি প্রেম ভেবে থাকো
তো হ্যাঁ এটা সত্যিই প্রেম ।
যেমন মিরা কৃষ্ণকে না দেখেই
ভালোবেসে ফেলেছিল ।

তেমন তুমিও কি
না দেখে ভালোবেসেছো ?
দেখেছো ....
অবশ্যই দেখেছো ।

তার রূপ, শরীর, জাতি,
ধর্ম ও সম্প্রদায় সব ই  দেখেছো ।
তারপরও যদি তুমি ভাবো 
কি তুমি সত্যিই কাউকে ভালোবেসেছো ।

তাহলে...
তোমার এটা ভুল ধারণা ।
তুমি কোনদিনও তাকে 
ভালোবাসনি ।

তুমি ভালোবেসেছিলে তার সৌন্দর্যকে 
তার শরীরকে...
তুমি ভালোবাসতে পারোনি
তার সুন্দর মনকে ।

আমাদের এই মনটা হল
সমুদ্রের মতো বিশাল ।
যার মধ্যে রয়েছে
ছোট্ট ছোট্ট দ্বীপ ।

এই দ্বীপেই পাওয়া যায়
কিছু ছোট্ট মিষ্টি জলের জায়গা ।
সেই জলের জায়গায় যদি তুমি 
তার মনে বানাতে পেরেছ ।
তো হ্যাঁ...
তুমি সত্যিই তাকে ভালোবেসেছো ।

~ রঞ্জন সাউ









একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন