স্মৃতির ব্যাথা ~ অর্পণ চৌধুরী | Smritir betha - Arpan Choudhury

স্মৃতির ব্যাথা 

~ অর্পণ চৌধুরী 

Smritir-betha-arpan-chowdhury

মুহূর্তগুলো গেছে থেমে
নীরবতা করেছে গ্রাস,
চোখের কোনায় অশ্রুজলে পুরনো স্মৃতিগুলো দিয়েছে ত্রাস,
জোনাকিগুলো মিটমিট করে বাইরে থেকে এসে,
শূন্য একাকী স্তব্ধ আমি একলা ঘরে বসে।


🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন