হ্যাঁ, আমি ধর্ষিতা - আলাপন সামন্ত | Hain ami dhorshita - Alapan Samanta

 হ্যাঁ, আমি ধর্ষিতা,
তোমাদের সমাজের চোখে আমি পতিতা,
হ্যাঁ, অপরাধটা তো আমারই,
ছিলাম একা আমার ঘরেই।
এইটাই তো দোষ আমার,
সমাজ চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বারবার।
সেদিন যখন একা আমি,
অনলাইন ক্লাসটা সেরে খাবো জানি,
জানতাম কি সেদিন আমার
শেষ দিন পৃথিবী থেকে চলে যাওয়ার?
আমার ঘরেই ঢুকে , পশুর মতন,
হ্যাঁ , পশুর মতন, আমায় করলো ধর্ষণ।
খবর বুঝি পাওনি তুমি?
পাবে কি করে, এটা যে অন্য কোথাও না জানি।
কিছু মোমবাতি জ্বলবে আমার স্মরণে,
থাকবো হয়তো কিছু জনের মনে।
বুদ্ধিজীবী বেরোবে মোমবাতি হাতে,
থাকবে শান্তির পতাকা হাতে।
তাতেই কি খুশি আমি?
না , পাবো না শান্তি জানি।
মোমবাতি মিছিল তো আমি চাই না,
প্রাণের মূল্য তো মিছিলে হয় না।
সেদিন যাদের পুরুষত্বের অহংকার,
করলো আমার জীবন টা ছারখার,
দাও নষ্ট করে তাদের পুরুষত্বের অহংকার,
দিতে পারো কি আমায় এই বিচার?
এই বিচার পেলে , দেখবে ধর্ষণ করার আগে,
বুকটা তাদের উঠবে কেঁপে ।
জানবে তারা , যে পুরুষত্বের দ্বারা ,
ধর্ষণ করবে তারা,
সেই পুরুষত্ব থাকবে না আর,
ধর্ষণ করার পর।
এই বিচার যদি দিতে না পারো,
বলো সমস্বরে," ক্ষমা করো",
বলো," হ্যাঁ ,তুমি ধর্ষিতা,
তবে নেই তোমার অপরাধ , নও পতিতা,
ব্যর্থ আমরা, অপরাধী আমরা,
সঠিক বিচার দিতে পারলাম না যারা।।"


লমে— আলাপন সামন্ত ( Alapan Samanta
🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।
x

x

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন