পাখির বাসা ~ ডঃ অরুণ চক্রবর্তী

পাখির বাসা

                              ডঃ অরুণ চক্রবর্তী


আমাদের জানালার কার্নিশে আর 
এয়ারকনডিশন মেশিনের মাথায়! কিছু ঘাস আর খড়কুটো, নিবিড়তা;
করেছিলো বাসা পাখি দুটো; নিশ্চিন্ততা;
অলসদুপুরে, শুনতাম কপোতীয় প্রেম
অভিভাবকের চোখে, দেখতাম ব্যস্ততার; ওড়াউড়ি! দুর্বোধ্য পক্ষীর পেখম সখ্যতা! বাড়ীতে গুঞ্জন আলাপন, পাখীর বাসা, যত আবর্জনা! এই যা: যা:, দূর হ:!
কিন্ত; কেউ কোনদিনও, দেখেছে কখনও, কি আছে ওদের বাসায়! 
সবুজ সোনলি, ঘাস আর খড়ে!
গড়ে, তোলা তিলে,তিলে, নরম পরশে,
আধো আলো, আধো অন্ধকারে, দুধ
সাদা দুটি, অমলজ্যোতি, নিরীহ অতি,
জীবনবৃত্ত- এই বুঝি ফুটবে ডিম!
কতো শান্তি, নেই পাখীদের ক্লান্তি! আছে যে এতটুকু বাসা! ভালবাসা!
আমাদের কুণ্ঠা, যত হিংসা;
মানব তিক্ততা, তবু ঝরে পড়ে!? প্রকৃতির সুখ, প্রকৃতির মুখ, পাখীর; ক্ষুদ্র ঠাঁইয়ের পরে; 
ভাবি নিজেরাই, আমিও কি নাই, দুদিনের বাসা পরে!
তুচ্ছ আর তাচ্ছিল্য, পাখিদের তরে!
হায়! ঝরাপাতা না হয়ে ঝরে যদি; কোনোদিন কোন কারণে বা অকারণে!
সেদিন রাখবে কে খোঁজ কাহার?

(REGISTERED UNDER COPYRIGHT ACT)

🌺🌺 

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন