নিয়ন্ত্রক ~ শংকর হালদার | Niyontrok (bangla-kobita) - Sankar Haldar | Bangla-kahini

নিয়ন্ত্রক 

 ~ শংকর হালদার 



চৈত শেষে চড়ক মেলা
পুরোনো দিন শেষ,
নতুন করে বুঝে নেওয়া
আলোর সমাবেশ ।

চতুর্দিকে বাদ্যি বাজে
নতুন বরণ তরে,
ভালোর জন্য ভালোই হোক
তব কৃপা বরে ।

ঘরে ঘরে শঙ্খ বাজুক
উলু নারী মুখে,
পিদিম আলোয় উঠুক ভরে
গৃহস্থ থাকুক সুখে ।

বর্ণ বিচার দ্বন্দ্ব ভুলে
কাঁধে কাঁধ চলি,
জীবন ফোটে খুশির আলোয়
আলোয় ফোটে কলি ।

তরু শাখে কূজন ধ্বনি
শান্তি কলস কাঁখে,
প্রভাত প্রভায় উঠি জেগে
আজান ধ্বনি মেখে ।

পুব আকাশে সোনার  রবি
তুমি তো নও নব্য,
তবু কেন তোমার নিয়ে
লেখা হয় কাব্য ।

যতই ভাবি বদলে যাবো
নতুন দিনের সাথে,
মানুষ কেন হয়না মানুষ
সব'কি তোমার হাতে ?

🌺🌺 সবাই জানাবেন লেখা কেমন লাগলো?🙂🙂 🌻🌻 লেখা ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন